হ্যান্ড ফুট মাউথ ডিজিজ
ঋতু পরিবর্তনের সময় দেশে কম-বেশি সব বয়সী মানুষই নানা ধরনের ভাইরাস জ্বরে আক্রান্ত হন। বিশেষ করে শিশুরা এসব জ্বরে বেশি আক্রান্ত হয়ে থাকে। বর্তমানে দেশের শিশুরা কোভিড ও ডেঙ্গুর পাশাপাশি আরেকটি জ্বরে বেশি আক্রান্ত হচ্ছে। ইদানিং হঠাৎ করে বেড়ে যাওয়া জ্বরের সাথে হাতে পায়ে ফোস্কার মতো র্যাশ হওয়া রোগটা চিকেন পক্স নয়, ভাইরাসজনিত এই রোগটি ‘হ্যান্ড-ফুট-মাউথ ডিজিজ’ Hand, foot and mouth disease (HFMD) নামে পরিচিত। রোগটি কক্সাকি বা এন্টারো ভাইরাস দিয়ে সংক্রমিত হয়ে থাকে। প্রতিবছর অল্পসংখ্যক এ ‘হ্যান্ড-ফুট-মাউথ ডিজিজ’ রোগী দেখা যায়। তবে এবার রোগটির প্রকোপ বেশি। এই ‘হ্যান্ড-ফুট-মাউথ ডিজিজ’ হলে শিশুদের হাতে, পায়ে ও মুখে এক ধরনের ফোস্কার মতো র্যাশ ওঠে। এমনকি কারও কারও মুখ বা গলার ভেতরেও ফুসকুড়ি হয়ে থাকে। সাধারণ চিকিৎসায় এই রোগ ভালো হয়ে যায়। তাই এই রোগটি নিয়ে চিন্তিত না হয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। নারীদের কি বীর্যপাত ও অর্গাজম একই জিনিস...? #কাদের_হয়? সাধারণত ছোঁয়াচে এই রোগটা ৫ বছরের নিচে বাচ্চাদের হয়ে থাকে...