স্তন্যদায়ী মায়ের স্তনে ব্যথাযুক্ত চাকাঃ
# স্তন্যদায়ী মায়ের স্তনে চাকা হওয়া নিয়ে আমরা বিচলিত হইনা, সচেতনও নই বলে বিপদে পড়তে হয়।
আজ আমরা এই চাকার উৎপত্তির কারন ও করনীয় কি তা জানি -
🔴স্তনে অনেক দুধবাহী নালী আছে, দুধবাহী নালীতে দুধ জমে চাকা হয় এবং মা বাচ্চাকে ঐ দুধ পান না করালে বা জমা দুধ বের না করলে চাকা বড় হতে থাকে এবং ব্যথা বাড়তে থাকে, সাথে জ্বরও আসে।
⭐⭐ উপসর্গঃ
* স্তনে চাকা (mass) বা গুটি যা ধীরে ধীরে আকারে বড় হতে থাকে।
* ব্যথা অনুভুত হয় ।
* চাকার উপরের ত্বক লালচে হয় ।
* জ্বর আসে এবং জ্বরের মাত্রা বাড়তে থাকে।
⭐⭐ ব্রেস্টে চাকা হলে কিছু ব্যবস্থা?
* ব্রেস্ট পাম্প বা হাতের সাহায্যে দুধ বের করে ফেলতে হবে এবং বাচ্চাকেও খাওয়াতে হবে।
* ব্রা পরিধান করতে হবে ।
* বরফের সেক দেওয়া যায় ।
* কারো মেডিসিন খাওয়া লাগে ।
এ চাকা নিরাময়ের তাৎক্ষনিক সঠিক ও নিয়মমাফিক ব্যবস্থা না নিলে ব্রেস্ট এ ফোঁড়া হয় (Breast Abscess) যদি বোঁটার ছিদ্র বা স্তনের ক্ষত দিয়া জীবানু ঢুকে।
⭐⭐ সাবধানতাঃ
* ২ স্তন থেকে দুধ পান করাতে হবে ।
* দুধ দানের পূর্বে ও পরে স্তন পরিস্কার করা জরুরী।
🔺বিঃদ্রঃ চাকা মনে হলেই দ্রুত ডাক্তার দেখানো দরকার ।
🎓Dr: Tasnim sultana
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন