সংকীর্ণতাকে" দূরে সরিয়ে "বিশালতাকে" দেখুন।
আমরা আমাদের জীবনকে মাঝে মাঝে মুভি, নাটকের সাথে মিলিয়ে ফেলি। যেমন আমাদের টিভি নাটকগুলো আমাদেরকে বিয়ের আগের প্রেমকে দারুণ রোমান্টিকভাবে দেখায় কিন্তু ওই একই সম্পর্ক যখন বিয়ের ক্ষেত্রে দেখায় তা শুধুমাত্র "অনেক পেইনফুল" কিংবা "বিয়েটা জীবনটা শেষ করে দিল" এরকম! আর এভাবেই বাস্তব জীবনেও নিজের মনে এই নেগেটিভিটিকে ধারণ করে আমরা বিয়ের সম্পর্ককে শুরু করি......
স্বামী-স্ত্রী সম্পর্কটা আমাদের সমাজে কেমন যেন একটা "কম্পিটিটিভ" সম্পর্ক। কে কাকে কতটা দমিয়ে রাখতে পারে, কে কার কতটা ভুল খুঁজে বের করতে পারে এই প্রতিযোগিতা যেন পুরোটা জীবন পার হলেও শেষ হবার নয়! তোমার বাড়ির মানুষ খারাপ বা আমার বাড়ির মানুষ ভালো এসব বিষয় নিয়ে ঝগড়া যেন নিত্যনৈমিত্তিক!
জানতে আরো পড়ুন ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রী সহবাস...
কখনো কি আমরা নিজেদের প্রশ্ন করে দেখেছি আমাদের বিয়ের উদ্দেশ্য কি? কিংবা কখনো কি শ্রদ্ধা করেছি নিজেদের অস্তিত্বকে? আমরা যদি আমাদের সম্পর্ককে বুঝতাম তাহলে কখনো নিজেদের বোকামির জের ধরে "আমার" বা "তোমার" বিষয়গুলোকে আলাদা আলাদা করে টেনে আনতাম না কারণ আমরা আসলে ভুলেই যাই যে দুজন মিলেই "আমরা"! একে অন্যকে ছোট করার অর্থ হল নিজেদের দুয়ে মিলে "ইউনিটকে" ছোট করে দেখা!
বেশিরভাগ কাপলদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় শুধুমাত্র বড় বা ছোট সমস্যা থেকে নয় বরং সেসব সমস্যাগুলো নিয়ে "কথা" না বলার জন্য! এবং বললেও সেটা আমরা একদম ঝগড়ার পর্যায়ে নিয়ে যাই! আমরা অনেক সময় ভুল করব, অনেক কিছুই বুঝব না কিন্তু এসব বিষয় নিয়ে নিজেদের মধ্যে কথা বলে যদি সহজভাবে মিটিয়ে ফেলা যায় তাহলে তা সম্পর্ককে আরো মজবুত করে। দেখবেন আপনারা নিজেদের মধ্যে ক্লিয়ার থাকলে বাইরের কোন মানুষকে নিজেদের বিষয়ে অভিযোগ করার জায়গা থাকবে না!
আমরা ভুলে যাই আমরা নতুন একটা পরিবারের সূচনা করি। নিজেদের মধ্যে অশান্তি টেনে এনে আপনি কিভাবে পুরো পরিবারকে শান্তির নিশ্চয়তা দিবেন? ভালোবাসার জায়গাগুলোকে নিজেদের "ইগো" দিয়ে ভরিয়ে দিলে আপনি কি নিজে "সুখী" হতে পারবেন একবার ভেবে দেখুন তো!
আমাদের সমস্যার আরেকটি মূল কারণ হল আমরা আমাদের জীবনসঙ্গীর প্রতি ক্ষমাশীল বা সহনশীল না! আমরা আমাদের কন্টিবিউশন নিয়ে বলতে থাকি আমি তোমার জন্য এটা করেছি বা ওটা করেছি কিন্তু ভেবে দেখিনা এটা কোন অনুগ্রহ নয় বরং তা সম্পর্কেরই "উপকরণ"! আর কাউকে ভালোবেসে কোন কিছু দেওয়ার মধ্যে কোন প্রতিযোগিতা হয় না!
তাই "সংকীর্ণতাকে" দূরে সরিয়ে "বিশালতাকে" দেখুন। যাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন সে ভুলের বাইরে নয়! তার ভুলগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে বের না করে বরং ভালো দিকগুলো নিয়েও চিন্তা করুন। মনে রাখবেন এখানে কেউ জয়ী হতে আসেননি বরং একই সাথে পথচলার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছেন। তাই "নিজের" বিষয়গুলোকে শুধুমাত্র প্রাধান্য না দিয়ে বরং "নিজেদের" খেয়াল নিতে শিখুন!
------------
দাম্পত্যকে আরও সুন্দর করার উদ্দেশ্যে আয়োজিত লাইফস্প্রিং এর 'Online Training on Relationship & Intimacy'.
---------
ক্লাস শুরু: ২০ই ফেব্রুয়ারি (রবিবার) ২০২২
সময়: সন্ধ্যা (৬টা - ৮টা)
* রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগের নাম্বার: 09638 505 505 অথবা 01776 110 510
অথবা,
আপনি রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করলে লাইফস্প্রিং শীগ্রই আপনার সাথে যোগাযোগ করবে -
https://go.lifespringint.com/relationship
মোট ক্লাস সংখ্যাঃ ৪ টি (৩ টি গ্রুপ ক্লাস ২ ঘণ্টা করে ) এবং একটি ওয়ান-টু-ওয়ান সেশান ।
Topics Include:
1. 9 deal breakers of emotional relationship
2. Understanding language
3. Expectation Management
4. Understanding Divorce
5. Case Study
6. Performance Anxiety
7. Male and Female Sexual Response
8. FAQ
বিস্তারিত জানতে ক্লিক করুন:
https://www.facebook.com/events/1019659428897355
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন