আপনি আপনার প্রিয়জনের কাছে কতটুকু প্রিয়..



কারো প্রিয় হওয়া টা অনেক কঠিন বিষয়;আবার সহজ ও বটে!

#আপনি কি জানেন, আপনি আপনার প্রিয়জনের কাছে কতটুকু প্রিয়? 

- হয়তো অনেক প্রিয়,নয়তো অল্প প্রিয়,আর না হয় একেবারে অপ্রিয়।

#কারো প্রিয় হওয়া টা কঠিন কেন?

আর কারো প্রিয় হতে গেলে কেমন বোধসম্পন্ন ব্যক্তি হওয়া প্রয়োজন? 


তাহলে জেনে রাখুন-

* কারো অসহায়ত্বের সুযোগে নিজ স্বার্থ না খুঁজে সেই ব্যক্তির সহায় হোন,পাশে দাঁড়ান।তাহলে আপনার অজান্তেই আপনি সেই ব্যক্তির অনেক প্রিয় হয়ে যাবেন।

*কাউকে ছোট ছোট আনন্দ দেওয়ার মাধ্যমেও আপনি বিশাল প্রিয় হয়ে যেতে পারেন!

*কারো মন খারাপের দিনে তার মন ভালো করার উপায় হন যেকোনো মাধ্যমে,, তাহলে মানুষের সবচেয়ে দামী বস্তু সেই 'মন'টাই আপনাকে বার বার খুঁজে বেড়াবে।

👉 সংকীর্ণতাকে" দূরে সরিয়ে "বিশালতাকে" দেখুন।

* যদি সত্যিকার অর্থেই আপনার কাউকে ভালো লাগে তাহলে সেটাকে পরিপূর্ণতা দিন,অর্থাৎ আপনার ভালো লাগা সেই প্রিয়জনকে আপনার  মন দিয়ে যথাযথ ভাবে যত্ন করুন।তাহলে আপনার প্রিয়জনের কাছে আপনি অনেক প্রিয় হয়ে উঠবেন।

*আপনার প্রিয় ব্যক্তির পিছুটান মানে আপনার পিছুটান,

এটা যদি পূর্ণরুপে বুঝতে পারেন তাহলে আপনি প্রিয়ত্বের সর্বোচ্চ প্রশান্তি অনুভব করতে সক্ষম হবেন।

👉নারীর বীর্যপাত সম্পর্কে প্রচলিত কুসংস্কার

* সব সময় স্পষ্টভাষী হতে শিখবেন,,স্পষ্ট করে মনের কথা গুলো বলতে শিখবেন।

এটির জন্য অনেক আত্নীয় আপনাকে পছন্দ করবে✅

প্রিয়জনের বেলায় তো অসাধারণ ব্যাপার এটা💞


@কারো প্রিয় হতে পারাটা জীবনের বিরাট একটি অর্জন!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারতকে দিতে হবে ৮ কোটি টাকা

সমন্বয়কদের নাম ভাঙিয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে দই ও মিষ্টি নেওয়াকে কেন্দ্র করে বিতর্ক

স্বাস্থ্য বীমা পরিকল্পনা