হাদিল সালাহ! জানো সে কে?



হাদিল সালাহ!

চেক পোস্ট ইসরাইলী লাল কুকুরেরা ১৮ বছর বয়সী তেজস্বী কন্যা "হাদিল সালাহ"- কে মুখ থেকে বোরকার নিকাব সরাতে বললো! 

কিন্তু নাহ!

ইমানের শক্তিতে বলিয়ন মুসলিম কন্যা হাদিল জানিয়ে দিল "সে কিছুতেই তার বোরকার নিকাব সরাবে না"। ইহুদী সেই জানোয়ার তখন তাকে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করতে লাগলো। তাদের কোনো কটুক্তি হাদিলের ইমানের প্রাচীরে ফাটল সৃষ্টি করতে পারলো না। বুক বরাবর বন্দুকের নল তাক করে বললো, মুখের নিকাব সরাও অন্যথায় বুলেটের আঘাতে তোমাকে মরতে হবে। হাদিল তবুও পিছপা হলো না। সে জানিয়ে দিল "জান দিব তবুও তোদের সামনে বোরকার নিকাব খুলবো না।" 

১টি, দু'টি নয়! মুহুর্তেই হাদিলের বুক, পেট, পা বরাবর ১৫টি বুলেট ছোড়া হলো! পর্দা পরিহিত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লো ১৮ বছর বয়সী শাহীদা "হাদিল সালাহ" এর দেহ।

পরবর্তীতে টেনে হিচড়ে তার শরীরটি নিয়ে যাওয়া হয়।

প্রিয় বোন!

হাদিল সালাহ তোমার মতই মুসলিম ঘরে জন্ম নেয়া এক তরুনী। তুমিও মুসলিম ঘরে জন্ম গ্রহণ করেছ। তোমার আর তার মধ্যে পার্থক্য কি জানো?

হাদিল সালাহ ১৫টি বুলেটের মাধ্যমে মৃত্যুকে পরম আদরে আলিঙ্গন করেছে। তুবও ইহুদীদের সামনে মাথা নত করে নি।

আর তুমি? 

কোনো কারন ছাড়াই পর্দাহীন হয়ে দীব্যি ঘুরে বেড়াচ্ছো! হাজারো যুবকের সামনে নিজেকে বাজারের পন্যের মতো প্রদর্শন করছ। 

অথবা, সমাজের লোকের কটু কথায় পর্দাকে ছেড়ে দিয়েছ। গরমের দোহাই দিয়ে নিজেকে পুরুষের বিনোদনের খোরাক করেছ। অথচ, জাহান্নামের আগুন যে কতটা উত্তপ্ত আর ভয়ঙ্কর গরম, সেটা তোমার খেয়ালই নেই। 

হাদিল সালাহ এর শাহাদাত কি তোমাকে কিছু শিক্ষা দিয়ে যায়?

এখানো কি তুমি নিজেকে শোধরাবে না?

হাদিল সালাহ এর (জন্ম-১৯৯৭, মৃত্যু-২০১৫) 

- সংগৃহীত

( এমবিঃ-গুগল সার্চ করলেই রেফারেন্সগুলো পেয়ে যাবেন। সঙ্গত কারণে এখানে দেয়া হল না।)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারতকে দিতে হবে ৮ কোটি টাকা

সমন্বয়কদের নাম ভাঙিয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে দই ও মিষ্টি নেওয়াকে কেন্দ্র করে বিতর্ক

স্বাস্থ্য বীমা পরিকল্পনা