দ্রুত বীর্যপাত নিয়ন্ত্রন করার পদ্ধতি
স্বামী স্ত্রী পবিত্র মিলনের মাধ্যমে সুখ লাভ করে। ইসলামে স্বামী স্ত্রীর মিলনকে বেহেশতের সুখের সাথে তুলনা করা হয়েছে। বৈজ্ঞানিকভাবে ও প্রামণিত যে অধিক সময় যাবত্ যৌন মিলন অত্যন্ত সুখের। তবে এই আনন্দ তখনই মাটি হয়ে যায় যখন দ্রুত বীর্যপাতন হয়ে যায়। অধিক সময় ধরে যৌন মিলন করার জন্য আপনাকে কিছু পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দিবে।
মিলনে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মুল যোগ্যতা হিসাবে গন্য হয়। যেকোন পুরুষ বয়সের সাথে সাথে সহবাসের নানাবিধ উপায় শিখে থাকে।
এখানে বলে রাখতে চাই ২৫ বছরের কম বয়সী পুরুষ সাধারনত অধিক সময় নিয়ে সহবাস করতে পারেনা। তবে তারা খুব অল্প সময় ব্যবধানে পুনরায় উত্তেজিত/উত্তপ্ত হতে পা৫-এর পর বয়স যত বাড়বে সহবাসে পুরুষ তত অধিক সময় নেয়। কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত (ইরিকশান) হওয়ার ব্যবধানও বাড়তে থাকে।
তাছাড়া এক নারী কিংবা এক পুরুষের সাথে বার বার সহবাস করলে যৌন মিলনে অধিক সময় দেয়া যায় এবং সহবাসে বেশি তৃপ্তি পাওয়া যায়। কারন স্বরূপ: নিয়মিত সহবাসে একে অপরের শরীর এবং ভাল লাগা কিংবা মন্দ লাগা, পছন্দসই আসনভঙ্গি, সুখ দেয়া নেয়ার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ভালভাবে অবহিত থাকে।
পদ্ধতি:
১) মিলনের সময় গভীর শ্বাস প্রশ্বাস নিন! এতে আপনার নিয়ন্ত্রণ রাখা সহজ হবে! মানসিক স্ট্রেস চলে যাবে! রক্ত চলাচল বৃদ্ধি পাবে, লিঙ্গে অক্সিজেন ও পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই হবে!!
২) লিঙ্গ অতিরিক্ত সংবেদনশীল হলে কিছু অবশকারক জেল বা স্প্রে মাঝে মাঝে ২/৩ চাপ লিঙ্গের মাথায় ছিটিয়ে নিবেন ১০ মিনিট আগে!! তবে ভালো কোম্পানি হতে হবে! অতিরিক্ত ব্যবহার করা যাবেনা কেননা পরবর্তীতে লিঙ্গের শীতলতা দেখা দিতে পারে!!!
৩) একের অধিকবার মিলন আপনাকে অন্যরকম আত্মবিশ্বাস এনে দিবে!! যাদের একবার মিলনের পর শরীর বেশি দূর্বল লাগে তারা অবশ্য মিলনের আগে ও পরে মিল্ক শেক, হাফ বয়েল ডিম দুধের মিশ্রন খাওয়ার অভ্যাস করুন!!
৪) সম্ভব হলে ভোররাতে মিলন করুন কিছু চমক দেখবেন আশাকরি!! যদিও এটা অনেকের জন্য ই কঠিন তবে একটু চেষ্টা করা যেতে পারে!!
৫)ড্রাইফুড আপনাকে অন্যরকম শক্তি দিবে, এটা ধীরে ধীরে উন্নতি এনে দেয় যেমন খোরমা খেজুর, কিসমিস, বাদাম,তালমাখনা, শিলাযিত ইত্যাদি!!
৬) একনাগাড়ে মিলন করবেন না!! যদিও এটা কেউ ই মেনে নিতে পারে না! মিলনে একটু
বিরতি নিন (যেমন খেলোয়াড় রা
ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপ করে নেয়!!!)
৭)আসন অবশ্যই পরিবর্তন করে নিতে ভূলবেন না! একএক দম্পতির একএক আসন উপকারী ( নমুনা আসন দেখার জন্য গুগল, ইউটিউব, প্লেস্টোর এর সহায়তা নিন একশোর ও অধিক আসন রয়েছে!!
৮) শট স্ট্রাইক অর্থাৎ ছোট ছোট সঞ্চালন করুন! গভীরে জোরে দিবেন না! শেষ দিকের জন্য অপেক্ষা করুন!
৯) মাঝেমধ্যে প্রয়োজন হলে নরমাল কথা বা হট কথাবার্তা বলতে পারেন এতে মন অন্য দিকে সরে যাবে!!
১০) সঠিকভাবে ফোরপ্লে বেশি সময় নিয়ে করুন!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন