ইসলামিক সায়েন্সের আলােকে প্যারেন্টিং
ভূমিকা
আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ রব্বল আলামীনের যিনি আমাদের নিকট আল কুরআন পাঠিয়েছেন জীবন পরিচালনার জন্য একটি পরিপূর্ণ দিকনির্দেশনা ( গাইডলাইন ) হিসেবে এবং মুহাম্মাদ কে পাঠিয়েছিলেন সেই গাইডলাইন বাস্তবায়ন করে দেখানাের জন্যে । আমরা মা - বাবারা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কত কষ্টই না করে যাচ্ছি । কিন্তু বাস্তবে দেখা গেছে যে সঠিক দিক নির্দেশনার অভাবে অনেক ছেলেমেয়েরাই মা - বাবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে । এরকম অনেক ঘটনাই ঘটেছে যে সন্তানদের উপর সঠিক সংশােধন প্রক্রিয়া প্রয়ােগ না করার কারণে সন্তান মা - বাবার অবাধ্য হয়ে গেছে । এসব পরিস্থিতিতে নিরাশ হওয়া যাবে না । অবশ্যই প্রত্যেকটা সমস্যার একটা সুষ্ঠু সমাধান রয়েছে । এসমস্যার মূল কারণ কী এবং তার সমাধান কিভাবে করা যাবে তা নিয়ে আমাদের চিন্তা করতে হবে । আমাদের ১২ বছরের চিন্তা ও গবেষণার ফলাফল এ বইটিতে উপস্থাপন করার চেষ্টা করেছি । এই বইটিতে কোন theory বা তত্ত্বকথা আলােচনা করা হয়নি , বরং সব practical তথা বাস্তবধর্মী বিষয় আলােচনা করা হয়েছে । বাস্তব অভিজ্ঞতার আলােকে একের পর এক ঘটনা তুলে ধরে তার একটি সঠিক সমাধান বের করার চেষ্টা করা হয়েছে । সূরা মুনাফিকুন এর ৯ নং আয়াতে মহান আল্লাহ তা'আলা আমাদেরকে সতর্ক করে বলেছেনঃ “ মুমিনগণ ! তােমাদের ধন - সম্পদ ও সন্তান - সন্ততি যেন তােমাদেরকে আল্লাহর স্মরণ থেকে ফিরিয়ে না রাখে । " আবার সূরা আত তাগাবুন এর ১৫ নং আয়াতে আল্লাহ তা'আলা বলেছেনঃ “ তােমাদের ধন সম্পদ ও সন্তান - সন্ততি তাে কেবল পরীক্ষা স্বরূপ । আর আল্লাহর কাছে রয়েছে । মহাপুরস্কার " । সন্তান - সন্ততির ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা কত কিছুই না করছি । আর সেই সন্তান যদি সত্যিকার অর্থে “ মুসলিম " না হয় তাহলে আমাদেরকে আখিরাতের ময়দানে কঠিন জবাবদিহি করতে হবে এবং এই সন্তানই কিয়ামতের দিন তার মা - বাবার বিরুদ্ধে সাক্ষী দেবে । তাই আমরা যেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে একমুখী ( one - way ) চিন্তা না করি । আমরা যদি এই লেখা থেকে প্রকৃতভাবে উপকৃত হতে চাই তাহলে লেখাটি একবার পড়েই যেন রেখে না দেই । একটু কষ্ট হলেও কয়েকবার মনােযােগ দিয়ে পড়ি এবং বােঝার চেষ্টা করি। বিষয়গুলাে গভীরভাবে চিন্তা করি এবং অন্যদের সংগেও শেয়ার করি আমাদের লেখাগুলাের উদ্দেশ্য অন্যান্য গতানুগতিক লেখা মতাে নয় । এটি আমাদের মত সাধারণ মুসলিমদের জন্য কুরআন - সুন্নাহর আলােকে একটি Exercise Book এবং সেই সাথে একটি গাইডলাইন । আমাদের উদ্দেশ্য সন্তানদের নিয়ে একটি সুখী ও সুন্দর পরিবার গঠন , এবং একই সাথে একটি সুন্দর সমাজ ও দেশ গঠন , যাতে এই পৃথিবীতেও সফল হওয়া যায় এবং একই সংগে পরকালেও সফল হওয়া যায় । জাযাকআল্লাহু খাইরন , আমির জামান নাজমা জামান টরন্টো , ক্যানাড়া ইসলামিক সায়েন্সের আলােকে প্যারেন্টিং।
চলবে.......
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন